যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকান নৌ-বাহিনীর একটি জাহাজের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছের আরও ১৯ জন।
শনিবার (১৭ মে) রাতে নিউ ইয়র্ক সিটিতে এই সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় জাহাজের মাস্তুলের সংঘর্ষ হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় মাস্তুল বাধাগ্রস্ত হলে জাহাজটি বিপর্যস্ত হয়ে পড়ে। ঘটনাটির ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সাদা পোশাক পরিহত নাবিকরা ঝুলন্ত অবস্থায় আছেন।
নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করেন। তিনি জানান, জাহাজের ২৭৭ জন যাত্রী ছিল। তাদের মধ্যে দুজন প্রাণ হারিয়েছেন। ১৯ জন আহত হয়েছেন। দুজনের অবস্থা গুরুতর।
তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, নিহত দুজন জাহাজের মাস্ট থেকে পড়ে গিয়ে আহত হন। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করা হয়।
দুর্ঘটনার পর জাহাজটি নিউ ইয়র্কের পিয়ার ৩৬-এ নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা।
প্রসঙ্গত, ১৮৮৩ সালে নির্মিত ব্রুকলিন ব্রিজটি ম্যানহাটন ও ব্রুকলিন শহরের মধ্যে সংযোগ স্থাপন করে। শুধুমাত্র যোগাযোগ রুট নয়, একটি পর্যটন স্থান হিসেবে বিখ্যাত এই স্থাপনা। ব্রিজটি উপলক্ষে বিভিন্ন চলচ্চিত্রও নির্মাণ করা হয়েছে। এমন একটি হলিউড চলচ্চিত্রের নাম 'দ্য ডার্ক নাইট রাইজেস'।
এসকে//