ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িত মূল অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করছে ঢাবি শিক্ষার্থী ও তার সহপাঠীরা। রোববার (১৮ মে) সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশ শেষে টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের বাধায় ভেতরে ঢুকতে না পেরে থানার গেটের সামনেই অবস্থান নেন শিক্ষার্থীরা। এদিকে শাহবাগ থানার সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আন্দোলনকারীদের দাবি, ৩ জনকে গ্রেপ্তার করা হলেও মূল অপরাধীদের ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া মূল অভিযুক্তকে গ্রেফতার না করার বিষয়ে আর্থিক লেনদেন এবং রাজনৈতিক চাপের অভিযোগও তুলেছেন সাম্যের সহপাঠীরা।
এর আগে, গেল শুক্রবার (১৬ মে) শাহবাগ থানা ঘেরাও করে অপরাধীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলো শিক্ষার্থীরা। আজ (১৮ মে) দুপুরে সেই সময়সীমা শেষ হচ্ছে।
প্রসঙ্গত, গেল মঙ্গলবার (১৩ মে) রাতে বাংলা একাডেমি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী ও এফ রহমান হলে ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। এরপর থেকেই উত্তপ্ত হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকা।
এমএ//