বিনোদন

হিরো আলমের নতুন সিদ্ধান্ত

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

চশমা, গলায় চেইন, আর নিজস্ব স্টাইল—আলোচনার কেন্দ্রে থাকতেই যেন জন্ম হিরো আলমের! কেউ হাসে, কেউ সমালোচনা করে, কেউবা বলে ‘থামেন ভাই!’—তবুও নিজের তালেই চলেন তিনি। এবার অবশ্য ভক্তদের চমকে দিয়ে হঠাৎই ঘোষণা দিলেন, আর রাজনীতি করবেন না!

শনিবার (১৭ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক অনুষ্ঠানে হিরো আলম বলেন, ‘চারবার নির্বাচন করেছি, দুইবার তো জিতেও গেছি! কিন্তু এখনকার দেশে নির্বাচন করা সম্ভব না। রাজনীতি থেকে সরে এসেছি। আর কামব্যাকও করবো না।’

তিনি আরও বলেন, ‘দশটা ভালো কাজ করলে একটা ভুলে মানুষ সব ভুলে যায়। আন্দোলন করলাম, প্রতিবাদ করলাম, অথচ পেলাম লাঞ্ছনা আর ধিক্কার। কিসের রাজনীতি?’

তবে হতাশার গল্প বলেই থেমে যাননি তিনি।

হিরো আলম জানালেন, মিডিয়াতেই ফিরছেন নতুন উদ্যমে। বলেছেন, ‘১০ জন নতুন মডেল নিয়ে আসছি, ৫ জন তো ইতিমধ্যে শুরু করে দিয়েছে কাজ!’

রাজনীতি নয়, এবার পুরোপুরি আলো ঝলমলে দুনিয়ায় ফেরার ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন—হিরো আলমকে নিয়ে কথা হতেই পারে, তবে তাকে উপেক্ষা করা সম্ভব নয়!

 

এসি//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হিরো আলম