বিমানবন্দরে আটক নুসরাত ফারিয়া

বায়ান্ন প্রতিবেদন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় কারী চিত্র নায়িকা  নুসরাত ফারিয়াকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

রোববার (১৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে। তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাচ্ছিলেন। 

শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ খবরটি নিশ্চিত করেছে।

নুসরাত ফারিয়ার নামে একটি হত্যা চেস্টা মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায়নুসরাত ফারিয়া ছাড়াও আরো ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে।  

নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘জ্বিন ৩’ সিনেমায়, যা গেল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেন আব্দুন নূর সজল। সিনেমাটি পরিচালনা করেন কামরুজ্জামান রোমান।

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #নুসরাত ফারিয়া #শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর #আটক