আন্তর্জাতিক

ভারতে ভয়াবহ আগুন, ৮ শিশুসহ নিহত ১৭

ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের বৃহত্তম নগরী হায়দ্রাবাদে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮ শিশু ও ৫ নারীসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। রোববার (১৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

 প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে হায়দ্রাবাদের ঐতিহাসিক চারমিনারের কাছে গুলজার হাউস এলাকার ওই ভবনে আগুন লাগে। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। 

এদিন ভোর সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পায় স্থানীয় ফায়ার সার্ভিস। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ভবনটিতে মূলত একটিই প্রবেশপথ ছিল। তাই উদ্ধারকাজ চালাতে গিয়ে আরেকটি প্রবেশপথ তৈরি করতে হয়। ভবনের ভেতরে আটকে পড়া অধিকাংশ মানুষ তখন অচেতন ছিলেন। 

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে নিহতদের পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন তিনি।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #আগুণ #হায়দ্রাবাদে