ফেনীর পরশুরামে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম নিজাম উদ্দিন (৫৫)।রোববার (১৮ মে) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
পরশুরাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহাম্মদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে ওই শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে তার দোকানে নিয়ে যান। নিয়ে গিয়ে দোকানের শাটার অর্ধেক টেনে শিশুটিকে ধর্ষণ করার চেষ্টা করেন। শিশুটি চিৎকার ও কান্নাকাটি করতে থাকলে এক পর্যায়ে নিজাম উদ্দিন তাকে ছেড়ে দেন এবং শিশুটিকে পরিবারকে কিছু না বলার জন্য হুমকি দেন।
শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানালে প্রাথমিক চিকিৎসার জন্য পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রোববার নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুটির মা বাদী হয়ে নিজাম উদ্দিনের বিরুদ্ধে পরশুরাম মডেল থানায় মামলা করেন।
তদন্ত কর্মকর্তা মাকসুদ জানিয়েছেন, বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
এসকে//