খেলাধুলা

সাকিবের পর লাহোরে ডাক পেলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক

ছবি: র‍্যান্ডি ব্রুকস

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য ডাক পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এরমধ্যে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এক ম্যাচ খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে। এই দলের হয়েই ডাক পেয়েছেন।

সোমবার (১৯ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে মিরাজকে ছাড়পত্র দেওয়ার বিষয়টি জানানো হয়।

বিসিবি জানায়, ২২ থেকে ২৫ মে পর্যন্ত পিএসএলে অংশ নিতে মিরাজকে এনওসি দেওয়া হয়েছে। তিনি লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন এলিমিনেটর রাউন্ডে।

জানা যায়, লাহোরের সিকান্দার রাজার বদলি হিসেবে মিরাজকে দলে নিয়েছে লাহোর। গতকাল পেশোয়ার জালমিকে ২৬ রানে হারায় লাহোর। এতে দলটির প্লে-অফ নিশ্চিত হয়।

আগামী ২২ মে প্লে-অফের এলিমিনেটর পর্ব খেলবে লাহোর। সেই ম্যাচে মাঠে নামতে দেখা যেতে পারে মিরাজকে।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মেহেদী হাসান মিরাজ #লাহোর কালান্দার্স #পিএসএল