আন্তর্জাতিক

পোপের অভিষেকে সৌদির পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠানে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের যোগ দিয়েছেন। অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়া সৌদি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। 

রোববার (১৮মে) সৌদি প্রেস এজেন্সির বরাতে আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পোপ লিও দুপুরে সাদা বাহনে চড়ে সেন্ট পিটার্স স্কয়ারে পৌঁছান।  সেখানে তিনি উপস্থিত জনতাকে হাত নাড়িয়ে অভিবাদন জানান।

অনুষ্ঠানে একজন কার্ডিনাল পোপ লিওকে একটি বিশেষ আংটি উপহার দেন।  এই আংটিটি সেন্ট পিটারের সময়কাল থেকে চলে আসছে। যিনি একজন জেলে ছিলেন।  পোপ লিও একটি প্যালিয়ামও গ্রহণ করেন, যা তার রাখাল হিসেবে ভূমিকার প্রতীক।

ইতালিতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স ফয়সাল বিন সাত্তাম বিন আব্দুল আজিজও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

 

এসকে//