আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টী-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আজ সোমবার (১৯ মে) বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে ম্যাচটি।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন নেই একাদশে। এছাড়াও বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী ও হাসান মাহমুদ। দলে ঢুকেছেন শরীফুল, নাজমুল, নাহিদ ও রিশাদ।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম, তানভীর ইসলাম ও নাহিদ রানা।
আরব আমিরাত একাদশ
মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আর্যাংশু শর্মা (উইকেটকিপার), আলিসান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পরাশর, মোহাম্মদ জোহাইর, হায়দার আলী, মুহাম্মদ জাওয়াদউল্লাহ, মতিউল্লাহ খান ও সগীর খান।