অপরাধ

পাটালি গ্রুপের শাহিনসহ ৪৪ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে কুখ্যাত পাটালি গ্রুপেরশীর্ষ সন্ত্রাসী শাহিনসহ ৪৪ জন গ্রেফতার করেছে মোহাম্মাদপুর থানা পুলিশ।

রোববার (১৮ মে ২০২৫ খ্রি.) রাত ব্যাপী রায়েরবাজারের বোটঘাট এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

গ্রেপ্তারকৃতরা হলো- ১। শাহিন (২১) ২। শ্রীনাথ মন্ডল (২৫) ৩। আসাদ (৫৫) ৪। কুরবান (২৬) ৫। সাকিব (২২) ৬। সজিব (১৯) ৭। পারভেজ  (২০) ৮। মোশাররফ (২৫) ৯। রুবেল (২৭) ১০। রিয়াজ (১৮) ১১। শাহীন (২৮) ১২।  ইমন (২৫) ১৩। রকি (২২) ১৪। রাজা (৩৮) ১৫। তুষার (২৫) ১৬। সজল (২৮) ১৭। হেলাল (৩৭) ১৮। হৃদয় (২১) ১৯। মুরসালিন (২০) ২০। মামন (২০) ২১। সাফায়েত (২০) ২২। শুভ (১৯) ২৩। সালমান (১৮) ২৪। মাজহারুল (১৮) ২৫। রাব্বি (১৮) ২৬। আবজাল (১৯) ২৭। ইয়াসিম (১৯) ২৮। জহিরুল (১৯) ২৯। বাবু (১৯) ৩০। রুমান (২১) ৩১। জহিরুল (১৮ ৩২। সুমন (৩০) ৩৩। সোকেল (১৮) ৩৪। এমদাদুল (২৫) ৩৫। সাগর (২২) ৩৬। শাকিব (২০) ৩৭। উজ্জ্বল (৩১) ৩৮। আকরাম (২০) ৩৯। জিসান (২৩) ৪০। জিল্লুর (২৩) ৪১। হৃদয়  (৩১) ৪২। শাকিব (২২) ৪৩। রিয়াজ (২৮) ও ৪৪। সোহাগ (২৮)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গত ১৫ মে গভীর রাতে মোহাম্মদপুরের ইত্যাদি মোড় এলাকার বাসিন্দা রাব্বির বাসার সামনে তার পরিবারের ৬ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে পাটালি গ্রুপের সদস্যরা। এ নৃশংস হামলার পরই মোহাম্মদপুর থানা পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে এবং অভিযানের মাধ্যমে দুষ্কৃতকারীদের ধরতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আরো রয়েছে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

আই/এ