ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
রয়টার্স বলছে, পুতিন সোচির ব্ল্যালক সি রিসোর্ট ও ট্রাম্প হোয়াইট হাউস থেকে একে অপরের সঙ্গে ফোনে কথা বলছেন।
পুতিনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের সামরিক জোট ন্যাটোর নেতাদের সঙ্গে কথা বলবেন ট্রাম্প।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আলোচনার লক্ষ্য হবে একটি যুদ্ধের রক্ত স্নান বন্ধ করা, যা কোনদিন হওয়া উচিত ছিলো না।
যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পাশাপাশি দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলবেন তিনি।
এনএস/