নির্বাক আকাশ হঠাৎই বদলে যেতে পারে। নিরব দুপুরে নেমে আসতে পারে ঝড়ের তাণ্ডব। আবহাওয়া অফিস বলছে, দেশের ছয় জেলার আকাশে ফের ঘনাতে শুরু করেছে ঝড়ের শঙ্কা।
ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, সঙ্গে বজ্রসহ বৃষ্টি- এমন পূর্বাভাস মিলেছে মঙ্গলবার (২০ মে) প্রকাশিত এক সতর্কবার্তায়।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা ওই বার্তায় বলা হয়- রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেটের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে যেতে পারে দমকা বা ঝড়ো হাওয়া। এর গতি হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
এ জন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় থাকতে পারে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
এসি//