নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগে দায়ের করা এক মামলায় আলোচিত সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) ডেমরা থানা পুলিশ। সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ভিকটিমের সঙ্গে নোবেলের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। গেল বছরের ১২ নভেম্বর নোবেল ভুক্তভোগীর সাথে রাজধানীর মোহাম্মদপুর গিয়ে দেখা করেন। সেখান থেকে নোবেলের ডেমরার বাসায় স্টুডিও দেখানোর উদ্দেশে নিয়ে যান। সেখানে নেশাগ্রস্ত অবস্থায় মারধর করে ধর্ষণ করে ভিডিও ধারণ করেন নোবেল। পরে ওই ভুক্তভোগীকে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
সোমবার (১৯ মে)নোবেল ভুক্তভোগীকে ভিকটিমকে বাসায় আটকে রাখে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেল কর্তৃক ভুক্তভোগীকে মারধরের ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
৯৯৯ এর কল পেয়ে সোমবারই রাত সাড়ে ৯টার দিকে ডেমরা থানা পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে। পরে ভুক্তভোগী ডেমরা থানায় নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রযুক্তির সহায়তায় নোবেলকে গ্রেপ্তার করাে হয়েছে বলেও পুলিশ জানায়।
এমএ//