আন্তর্জাতিক

ট্রাম্পকে নোবেল মেডেল ‘উপহার’ দিলেন মাচাদো

আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, তিনি ২০২৫ সালে প্রাপ্ত নিজের নোবেল শান্তি পুরস্কারের মেডেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–কে ‘উপহার’ দিয়েছেন। তবে নোবেল পুরস্কার কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় বলে জানিয়েছে নোবেল পিস সেন্টার।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠক শেষে সাংবাদিকদের কাছে মাচাদো জানান, তিনি কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে নোবেল শান্তি পুরস্কারের মেডেলটি উপহার দিয়েছেন। তবে ট্রাম্প আদৌ সেই মেডেল গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

হোয়াইট হাউস থেকে বেরিয়ে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মাচাদো বলেন, “আজ আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন।” পরে তিনি জানান, ভেনেজুয়েলার স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে ট্রাম্পের ‘বিশেষ অঙ্গীকারের স্বীকৃতি’ হিসেবেই এই মেডেল উপহার দেওয়া হয়েছে।

অন্যদিকে নোবেল পিস সেন্টার এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করে জানায়, নোবেল শান্তি পুরস্কার কখনোই প্রত্যাহার, ভাগাভাগি বা অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না। বিবৃতিতে বলা হয়, নোবেল মেডেলটি (প্রায় ৬.৬ সেন্টিমিটার বা ২.৫ ইঞ্চি ব্যাসের) একজনের কাছ থেকে অন্যজনের কাছে যেতে পারে, এমনকি তা উপহার বা বিক্রিও হতে পারে। কিন্তু নোবেল শান্তি পুরস্কারের স্বীকৃতি কেবল বিজয়ীর সঙ্গেই চিরকালের জন্য যুক্ত থাকে।

নরওয়ের নোবেল কমিটির বক্তব্য উদ্ধৃত করে নোবেল পিস সেন্টার আরও জানায়, “একবার নোবেল পুরস্কার ঘোষণা হলে তা চূড়ান্ত। সেটি প্রত্যাহার করা যায় না, ভাগ করা যায় না বা অন্যের কাছে হস্তান্তরযোগ্য নয়।” মেডেল প্রতীকীভাবে অন্যকে দেওয়া হলেও নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর মর্যাদা একমাত্র তার কাছেই থেকে যায়।

উল্লেখ্য, ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকার জন্য ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার পান মারিয়া কোরিনা মাচাদো।

সূত্র: বিবিসি

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভেনেজুয়েলা #মাচাদো #ট্রাম্প