রাজধানী

রাজধানীতে বহুতল ভবনে আগুনে নিহত ৩

রাজধানীর উত্তরায় একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। উদ্ধার করা হয়েছে ১৩ জনকে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭ টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল জানায়, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে অবস্থিত সাততলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে তা পুরোপুরি নির্বাপণ করা হয়।

অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

 

এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত নয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চলছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #উত্তরা #আগুন