আন্তর্জাতিক

সু চি জীবিত ও সুস্থ, দাবি জান্তা সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

মিয়ানমারের সাবেক নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চি সুস্থ আছেন বলে দাবি করেছে দেশটির সামরিক জান্তা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সেনাবাহিনী পরিচালিত মিয়ানমার ডিজিটাল নিউজে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।

এর আগে সু চির ছেলে কিম আরিস রয়টার্সকে জানিয়েছিলেন, তিনি তার ৮০ বছর বয়সী মায়ের বর্তমান অবস্থায় গভীর উদ্বেগে রয়েছেন। তার আশঙ্কা, অজান্তেই হয়তো তার মায়ের মৃত্যু হয়ে থাকতে পারে।

জান্তার বিবৃতির প্রতিক্রিয়ায় কিম আরিস বলেন, সত্যিই যদি তার মা সুস্থ থাকেন, তবে সামরিক বাহিনীকে তার প্রমাণ দিতে হবে।

উল্লেখ্য, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে অং সান সু চি কারাবন্দি রয়েছেন।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #মিয়ানমারে #অং সান সু চি #সামরিক জান্তা