বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি বাবা হয়েছেন। মঙ্গলবার (২০ মে) রাজধানীর একটি হাসপাতালে তিনি পুত্রসন্তানের বাবা হন। নির্মাতা নিজেই এই সুখবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
অমি তার পুত্রসন্তানের নাম প্রকাশ না করলেও সন্তানের সুস্থতা নিয়ে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। তিনি জানান, আমি পুত্রসন্তানের বাবা হয়েছি, আমার সন্তান এবং স্ত্রীর অবস্থা ভালো আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন। প্রথম সন্তান হওয়ার অনুভূতি আসলেই অন্যরকম। এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারছি না। তবে মনে হচ্ছে এক ধরনের মায়া তৈরি হচ্ছে।
এর আগে গেল ২২ এপ্রিল অমি এবং তার স্ত্রী তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে জানিয়েছিলেন, তারা বাবা-মা হতে যাচ্ছেন। সেই সময় অমি সন্তানের আগমনের খবর প্রকাশ করে বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আমরা ৯ বছর একসঙ্গে কাটালাম। আমাদের পরিবারে একটি নতুন সদস্য আসছে। তবে এখনও জানি না সন্তানের লিঙ্গ কি হবে এবং এ ব্যাপারে কিছুই জানার চেষ্টা করিনি।
প্রসঙ্গত, তার সর্বশেষ ওয়েব সিরিজ 'হাউ সুইট' নিয়ে দর্শকদের মধ্যে আলোচনায় ছিলেন। ঈদ উপলক্ষে ‘বঙ্গ’ প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই সিরিজে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব, তাসনিয়া ফারিণ এবং সাইদুর রহমান পাভেল। ইতোমধ্যে তার বিখ্যাত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর পঞ্চম সিজনের ঘোষণাও দিয়েছেন। যা নিয়ে দর্শকদের মাঝে বেশ আগ্রহের জন্ম দিয়েছে।
এসকে//