গাজায় উপত্যকায় সোমবার এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহত সার্জেন্ট ইয়োসেফ ইয়েহুদা চিরাক কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পস ৬০১ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
ইসরাইলি সামরিক বাহিনী, আইডিএফ বলছে, তারা সার্জেন্ট ইয়োসেফ ইয়েহুদা চিরাকের নিহত হওয়ার ঘটনাটি তদন্ত করছে।
এর আগে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গাজার প্রায় ২০ লাখ মানুষ অনাহারে ভুগছে। সমালোচনার মুখে সোমবার গাজা উপত্যকায় সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল।
এনএস/