অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্যের জেরে গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী খান মাহমুদাবাদকে বুধবার অন্তর্বর্তী জামিন দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
হরিয়ানার অশোকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মাহমুদাবাদকে গেলো রোববার দিল্লির নিজ বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে।
জাতীয় সার্বভৌমত্ব ও সাম্প্রাদায়িক সম্প্রতি বিনষ্টের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি করেন ভারতীয় জনতা পার্টি, বিজেপির যুব মোর্চার এক সদস্য।
অধ্যাপক আলী খান মাহমুদাবাদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক জামিন পেলেও, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চলবে বলে মত দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত।
এনএস/