ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের বর্বর হামলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বোমা হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৫ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অন্তত ২৫০ জন। এদিকে, চরম খাদ্যসংকটে ভুগে অনাহারে মারা গেছেন আরও ২৯ জন, যাদের বেশিরভাগই শিশু ও বয়স্ক।
শুক্রবার (২৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের অনেকেই গুরুতর অবস্থায় রয়েছেন, এবং বহু মরদেহ এখনও ধ্বংসস্তূপে আটকে আছে, যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।
গেল এক দিনে গাজার হাসপাতালগুলোতে পৌঁছেছে ১০৭টি মৃতদেহ এবং ২৪৭ জন আহত ব্যক্তি। এ নিয়ে চলমান সহিংসতায় গাজায় আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ২২ হাজার।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের পূর্ণমাত্রায় হামলা শুরু করে। তখন থেকে এ পর্যন্ত ৩,৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ হাজারের বেশি।
২০২৩ সালের অক্টোবর থেকে দখলদার ইসরাইলি অভিযানে মোট প্রাণহানির সংখ্যা গিয়ে ঠেকেছে প্রায় ৫৩ হাজার ৮০০ জনে। চলমান এই সংঘাতকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা চলছে।
এমএ//