চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫৪ হাজার ৪৯৭ জন বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। মোট ১৪১টি ফ্লাইটে এসব হজযাত্রী পবিত্র ভূমিতে গিয়েছেন। শুক্রবার (২৩ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করছেন ৪ হাজার ৫৮৩ জন, আর বাকি ৪৯ হাজার ৯১৪ জন গিয়েছেন বেসরকারি ব্যবস্থাপনায়। ফ্লাইট পরিচালনায় অংশ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস (৭৩টি), সৌদি এয়ারলাইনস (৪৭টি) এবং ফ্লাইনাস (২১টি)।
এ পর্যন্ত সৌদি আরবে হজ পালনের সময় ৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন নারী। মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছেন জামালপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, পঞ্চগড়, ঢাকা, নীলফামারী, চট্টগ্রাম, গাজীপুর ও চাঁদপুর জেলার বাসিন্দারা।
চাঁদ দেখার ওপর নির্ভর করে এবারের হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ৫ জুন। হজযাত্রীদের প্রথম দল সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছে ২৯ এপ্রিল। সর্বশেষ হজ ফ্লাইট ৩১ মে। সৌদি থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফ্লাইট দেশে আসবে ১০ জুলাই।