খেলাধুলা

বার্সা-রাফিনিয়া চুক্তি নবায়ন

ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত বার্সায় থাকতে চান রাফিনিয়া

স্পোর্টস ডেস্ক

ছবি: এফসি বার্সেলোনা/এক্স

ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করেছে বার্সেলোনা। বার্সায় সময়টা দারুণ কাটছে তার। শুধু রাফিনিয়া নয়, তার পরিবার অর্থাৎ স্ত্রী নাতালিয়া বেল্লোলির অভিব্যক্তিও তা বলে দেয়। রাফিনিয়া নিজেও নিজের ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত থাকতে চান বার্সেলোনায়।

নাতালিয়া এক ইনস্টাগ্রাম পোস্টে রাফিনিয়া, বার্সা সভাপতি ও তাদের সন্তানসহ ছবি দিয়ে লিখেছেন, ‘আমাদের ঘর’- এই ছবিতে রাফিনিয়ার একটি জার্সি ধরে রাখা, যেখানে লেখা ২০২৮।

লিডস ইউনাইটেড থেকে ২০২২ সালে বার্সেলোনায় যোগ দেন রাফিনিয়া। সে মৌসুমে লা লিগা শিরোপা জিতেছিলেন। পরের মৌসুম বেশ বাজে কাটে তার, ক্লাবে আর থাকছেন না- এমন পরিস্থিতিই তৈরি হয়। তবে শেষপর্যন্ত রাফিনিয়া থেকে যান বার্সেলোনার সঙ্গে।

স্ত্রী নাতালিয়া ও সন্তান নিয়ে বার্সেলোনায় সময়টা ভালো কাটছে রাফিনিয়ার
স্ত্রী নাতালিয়া ও সন্তান নিয়ে বার্সেলোনায় সময়টা ভালো কাটছে রাফিনিয়ার

নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে দুর্দান্ত পারফরম্যান্স করছে বার্সা। পাশাপাশি এই দলের গুরুত্বপূর্ণ এক সদস্য এখন রাফিনিয়া। ক্লাবটির লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ জয়ে দারুণ ভূমিকা ছিল তার।

এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৬ ম্যাচ খেলে ৩৪ টি গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ২৫ টি। সেমিফাইনাল খেলা বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগেও যৌথভাবে ১৩ গোল করে এ মৌসুমে যৌথভাবে শীর্ষে আছেন রাফিনিয়া।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাফিনিয়া #বার্সেলোনা