পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে শুক্রবার পঞ্চম দফায় বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান। ইতালির রাজধানী রোমে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে এই বৈঠক শুরু হবে।
বৈঠকে ইরানের পক্ষে নেতৃত্ব দিবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি। যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
ওমানের মধ্যস্থতায় পরমাণু কর্মসূচি নিয়ে একটি নতুন সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে ইরান ও যুক্তরাষ্ট্র।
পরমাণু কর্মসূচি বন্ধের শর্তে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ওয়াশিংটন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত খুব বেশি অগ্রগতি হয়নি।
এনএস/