রাজনীতি

নাবালক উপদেষ্টাদের জন্য জাতীয় ঐক্যে ফাটল ধরেছে : নুর

ফাইল ছবি

নাবালক উপদেষ্টাদের জন্য দেশের জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। দেশে বিভাজন সৃষ্টি হচ্ছে। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড বন্ধ না করলে সামনে আরও অসংখ্য পানির বোতল তাদের জন্য অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

শুক্রবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে নুর বলেন, এসব উপদেষ্টাদের এখনই সরান না হলে দেশ ভয়াবহ সংকটে পড়বে এখনই যদি অভিজ্ঞদের নিয়ে উপদেষ্টা পরিষদকে ঢেলে সাজান না হয় যা হবার তাই হবে।

তিনি বলেন, জুলাই বিপ্লব কারো ব্যক্তিগত অর্জন নয়। এদেশের কৃষক শ্রমিক জনতা সম্মিলিতভাবে ফ্যাসিজনের বিরুদ্ধে দাড়িয়েছি বলেই অপশক্তির পতন হয়েছে। এই বিপ্লবকে পুঁজি করে ওই সব উপদেষ্টারা ফায়দা লুটছে।

তিনি আরও বলেন, আদালতের রায় অমান্য করে ইশরাক হোসেনকে উপদেষ্টা আসিফ হোসেন শপথে বাধা সৃষ্টির কারনেই আজ এই ঐক্য নষ্ট হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে।

ডাকসুর সাবেক এ ভিপি বলেন,  বিএনপির এক নেতা নাকি আমাদের সমাবেশে যারা আসবে তাদের মামলা দেওয়া হবে বলে সমাবেশে আসতে বাধা দিয়েছেন। আমি তাদের হুঁশিয়ারি করে বলতে চাই, গণঅধিকার পরিষদ আওয়ামী লীগের কুতুবদের হিসাব করে কথা বলেনি আপনাদেরও হিসাব রাখব না- বাধ্য করলে। বিএনপির হাইকমান্ডকে বলবো তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। এ এলাকায় চাঁদাবাজি-দখলবাজি কারা করছে এর সব খবর মানুষ জানেন

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নুরুল হক নুর