জাতীয়

ট্রেনে ঈদ যাত্রা

আজ পাওয়া যাবে ৩ জুনের টিকিট

ছবি: বায়ান্ন টিভি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২১ মে থেকে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শনিবার (২৪ মে) বিক্রি হবে ৩ জুনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে অগ্রিম টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। 

সকাল ৮টা থেকে পাওয়া যাচ্ছে রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট। অন্যদিকে দুপুর ২টা থেকে শুরু হবে রেলওয়ে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি।

রেলওয়ের তথ্য অনুযায়ী, শুধু ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের আন্তঃনগর ট্রেনগুলোতে মোট আসন রয়েছে ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষে নেয়া বিশেষ কর্মপরিকল্পনায় বলা হয়েছে, ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত প্রতিদিনের টিকিট ধাপে ধাপে বিক্রি করা হবে।

এর আগে গেল ১২ মে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এই ঘোষণা দেন। 

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৪ জুনের বিক্রি হবে ২৫ মে। এছাড়া ৫ জুনের বিক্রি হবে ২৬ মে, এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদ যাত্রা #ট্রেনে ঈদ যাত্রা #ট্রেনের টিকিট