আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৭৬

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের নিরস্ত্র নাগরিকদের ওপর দখলদার ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা থেকে শুক্রবার (২৩ মে) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ৭৬ জন ফিলিস্তিনি। তাদের মধ্যে অধিকাংশই গাজার উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা। খবর আলজাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৮৫ জন। তবে মৃত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় বড় পরিসরে সামরিক অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। চলমান সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৫৩ হাজার ৮২২ জন এবং আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৮২ জনের বেশি। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি — প্রায় ৫৬ শতাংশ।

এই সংঘাতের শুরু হয়েছিল ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন হামাসের যোদ্ধারা ইসরাইলের  ভেতরে ঢুকে আকস্মিক হামলা চালায়। এতে প্রাণ হারান প্রায় ১,২০০ মানুষ, আর ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস।

এরপর থেকেই গাজায় ইসরাইলের  সামরিক অভিযান চলতে থাকে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের চাপের মুখে ইসরাইল চলতি বছরের জানুয়ারিতে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তা স্থায়ী হয়নি। মার্চের ১৮ তারিখে ফের শুরু হয় দ্বিতীয় দফার আক্রমণ, যাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন আরও ৩ হাজার ৬৭৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১০ হাজারের বেশি।

হামাসের হাতে জিম্মি হওয়া ২৫১ জনের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত বলে ধারণা করছে ইসরাইলি কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইডিএফ।

এই সহিংসতা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল বারবার আহ্বান জানালেও ইসরাইলের  প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে পুরোপুরি নিঃশেষ না করা পর্যন্ত গাজায় সামরিক অভিযান থামবে না।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ফিলিস্তিন #গাজা #ইসরাইল