আবহাওয়া

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঢাকা ও আশেপাশের এলাকায় আজ শনিবার (২৪ মে) আকাশ আংশিক থেকে পূর্ণ মেঘলা থাকবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা স্থির থাকায় বেশি পরিবর্তন দেখা যাবে না।

আবহাওয়া অফিস জানায়, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ ছিল ৩২ ডিগ্রি। গেল ২৪ ঘণ্টায় প্রায় ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সন্ধ্যায় সূর্যাস্ত হবে ৬টা ৩৯ মিনিটে, আর আগামীকাল ভোরে সূর্যোদয় হবে ৫টা ১২ মিনিটে।

 

এছাড়া, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ঢাকাসহ ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট এলাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সেখানে অস্থায়ী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢাকা #রাজধানী #আবহাওয়া #আজকের আবহাওয়া