রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জুয়েল (৪০) নামে এক নার্সারি কর্মচারীসহ অন্তত ৫ জন আহত হয়েছে।
শুক্রবার (২৩ মে) রাতে যাত্রাবাড়ী পার্কের পাশে আয়োজিত বৃক্ষমেলায় এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ফেলা হয়। এতে ৫ জন আহত হন।
আহতের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
আহত জুয়েলের আত্মীয় শাকিল বেপারী গণমাধ্যমকে জানান, গত ১৫ মে থেকে যাত্রাবাড়ী এলাকায় বৃক্ষ মেলা চলছে। সেই মেলায় তারা অংশগ্রহণ করেছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে হঠাৎ একটি ককটেল এসে জুয়েলের সামনে পড়ে বিস্ফোরিত হয়। হানিফ ফ্লাইওভার ওপর থেকে কে বা কারা ককটেলটি নিক্ষেপ করেছে।
এমএ//