আন্তর্জাতিক

একদিনে রেকর্ড সংখ্যক যুদ্ধবন্দি বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া ও ইউক্রেনের দীর্ঘ চলমান যুদ্ধে এক ঐতিহাসিক মোড় এনে দিয়েছে শুক্রবারের (২৩ মে) যুদ্ধবন্দি বিনিময়। এদিন দুই পক্ষ মিলিয়ে মোট ৭৮০ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে, যা এই যুদ্ধের ইতিহাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের অর্ধেক ইউক্রেনীয়, বাকি অর্ধেক রুশ নাগরিক। প্রত্যেক দেশ ২৭০ জন করে সেনা ও ১২০ জন করে বেসামরিক নাগরিককে ছাড়িয়েছে।

সম্প্রতি তুরস্কে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে হওয়া সংলাপে মস্কো ও কিয়েভের মধ্যে সমঝোতা হয়েছে। যেখানে রাশিয়া ও ইউক্রেন ১ হাজার বন্দিকে মুক্তি দেওয়ার ব্যাপারে একমত হয় দুই দেশ। এই সমঝোতার আওতায় শুক্রবার ছাড়া হয়েছে ৭৮০ জনকে। অবশিষ্ট বন্দিদের ছাড়ার কথা রয়েছে শনিবার ও রোববার।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে ছিলেন ইউক্রেনীয় সেনা সদস্য ওলেক্সান্দার নেহির। রাশিয়ার হাতে আটক থাকাকালীন তার স্ত্রী প্রতি শুক্রবার দেখা করতে আসতেন। তিনি জানতেন না, সেই শুক্রবারটিই হবে তার স্বামীর মুক্তির দিন। নেহির বলেন, ‘আমার স্ত্রী হতবাক হয়ে গিয়েছিল, এটা ছিল আবেগে ভরা এক মুহূর্ত। আশা কখনো ছাড়তে নেই।’

অন্যদিকে রুশ সৈনিক ওলেকসান্দার তারাসোভ, যিনি নয় মাস আগে খেরসনে ধরা পড়েছিলেন, তিনিও মুক্তিপ্রাপ্তদের তালিকায় আছেন। তিনি বলেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না যে সত্যিই আমি মুক্ত।’

এই বড় পরিসরের বন্দি বিনিময়কে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। তিনি ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, ‘মস্কো ও কিয়েভের এই সমঝোতা ভবিষ্যতে আরও বড় অগ্রগতির ইঙ্গিত হতে পারে।’

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশিয়া #ইউক্রেন #বন্দি বিনিময়