বিএনপি

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন ।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হবে।

জানা গেছে, মায়ের অবস্থা, দেশের সামগ্রিক পরিস্থিতি, আগামী নির্বাচন মিলিয়ে আর দেরি করতে চাইছেন না তারেক রহমান। 

দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স গণমাধ্যমকে জানিয়েছে, ‘তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে খুব আয়োজন চান না, কিন্তু তার জন্য সারা দেশের কোটি মানুষের প্রতীক্ষা। রাজনীতির ইতিহাসে অনন্য এক দিন হচ্ছে তার ফেরার দিন।’

প্রসঙ্গত, তারেক রহমান ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এর পর থেকে তিনি সে দেশেই আছেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #তারেক রহমান