ইউরোপে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ২১০ বিলিয়ন ইউরোর ২৪৬ বিলিয়ন ডলার সমপরিমাণ সম্পদ জব্দ করবে ইইউ। শুক্রবার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জব্দের অর্থ ইউক্রেনকে ঋণ হিসেবে দেয়ার পরিকল্পনা করছে ইইউ।
শুক্রবার (১২ ডিসেম্বর) রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রাশিয়ান কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রাশিয়ার সম্পদ ব্যবহার করা ইইউর জন্য অবৈধ। তারা আন্তর্জাতিক আদালতে মামলা করবে।
উল্লেখ্য, রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে আগে থেকেই বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থ ব্যবস্থা দুর্বল করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
এসএইচ//