যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত শান্তি পরিকল্পনা জমা দিবে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার কাছে কোনো ভূখণ্ড ছাড় দেয়ার প্রশ্নই ওঠে না।
ইউরোপীয় ও ন্যাটো নেতাদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সংবিধান, আইন ও নৈতিকতার দিক থেকে এমন ছাড় অসম্ভব।’
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর মেরৎসের সঙ্গে লন্ডনে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি। পশ্চিমা নেতারা ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে, জেলেনস্কি ন্যাটো মহাসচিব ও ইউরোপীয় কমিশন প্রধানসহ শীর্ষ নেতাদের সঙ্গেও আলোচনা করবেন।
এসএইচ//