রাজনীতি

দেশে এক-এগারোর আভাস মিলছে: আখতার

বায়ান্ন প্রতিবেদন

বাংলাদেশের রাজনীতি এখন এক ধরণের সংকটময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, দেশে যেন ফের এক-এগারোর প্রেক্ষাপটের আভাস মিলছে।

শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীতে দলটির কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আখতার হোসেন বলেন, ‘যে আকাঙ্ক্ষা নিয়ে দেশের জনগণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, সেই আকাঙ্ক্ষা ব্যর্থ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখন নির্বাচন, সংস্কার, বিচার – সব ক্ষেত্রেই ধোঁয়াশার পরিবেশ তৈরি হয়েছে।’

করিডোর ইস্যুতে আখতার হোসেন বলেন, ‘সরকারের কাছ থেকে আমরা দু’ধরনের বক্তব্য পেয়েছি। তবে পরে তারা স্পষ্ট করেছে যে এটি কেবল ত্রাণ দেওয়ার জন্য। এ নিয়ে আমরা বলেছি, সরকারকে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।’

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) এনসিপির সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নন।

ছাত্র উপদেষ্টাদের রাজনীতিতে যুক্ত হওয়ার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘যদি তারা রাজনীতি করতে বা নির্বাচন করতে চায়, তাহলে তাদের সরকার থেকে বের হয়ে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে হবে। সরকারের ছায়া থেকে রাজনীতিতে প্রবেশের সুযোগ নেই।’

এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, ‘দুই ছাত্র উপদেষ্টা গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে জনগণের প্রতিনিধি হিসেবে সেই সময়ে অন্তর্বর্তী সরকারে গিয়েছিলেন। আমিও তখন তাদের সঙ্গে ছিলাম। তবে তারা যদি রাজনীতি করতে বা নির্বাচন করতে চায়, তাহলে সরকারের ছায়া থেকে সেটা সম্ভব নয়। তাদের সরকার থেকে বেরিয়ে নিজেদের সিদ্ধান্তে এগোতে হবে।’

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #এনসিপি #আখতার হোসেন