পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি উনি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি।’
আজ শনিবার (২৪ মে) দুপুরে রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। কয়েক দিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এই অনির্ধারিত বৈঠক হয়।
দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়ে দুপুর ২টা ২০ মিনিটের দিকে শেষ হয়। বৈঠকে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
এর আগে গেল বৃহস্পতিবার (২২ মে) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়ায় দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক নিয়মিত বৈঠকে তিনি হঠাৎ করে নিজের পদত্যাগ নিয়ে ভাবনার কথা জানান। জানা গেছে, বৈঠকে তিনি সরকারের বিভিন্ন কার্যক্রমে বারবার বাধার সম্মুখীন হওয়ার ক্ষোভ প্রকাশ করেন। দলগুলোর মধ্যে মতানৈক্য, রাস্তাঘাটে আন্দোলনের কারণে জনজীবন ব্যাহত হওয়া এবং বিভিন্ন দপ্তরে সহযোগিতার অভাব—এসব বিষয় নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। দেশজুড়ে চলমান অস্থিরতা তাকে হতাশ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
এই খবর প্রকাশ পাওয়ার পরপরই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়।
অধ্যাপক ইউনূসের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত থেকেই বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা শুরু করে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কোনো দলই চায় না যে ইউনূস এখনই পদত্যাগ করুন। বরং তাদের দাবি, নির্বাচন আয়োজনের জন্য সরকার যেন একটি নির্দিষ্ট সময়সূচি দেয়।
এমএ//