আন্তর্জাতিক

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুললো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে সাক্ষাৎ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে আদেশ জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার জারি করা আদেশে বলা হয়েছে, দেশটির ওপর থেকে কার্যকরভাবে নিষেধাজ্ঞা তুলে নিবে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থবিভাগ এ সংক্রান্ত একটি অনুমতিপত্র ইস্যু করেছে। এতে সিরিয়ার অন্তর্বর্তী সরকার আহমেদ আল শারা, দেশটির কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে লেনদেন করতে পারবে।

বিবৃতিতে অর্থবিভাগ জানায়, জিএল ২৫ নামে পরিচিত এই অনুমতি পত্র সিরিয়ার সঙ্গে নিষিদ্ধ লেনদেনকে অনুমোদন দিয়েছে। এর ফলে সিরিয়ার ওপর থেকে কার্যত নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র। জিএল ২৫, মার্কিন প্রেসিডেন্টের আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সিরিয়ায় নতুন বিনিয়োগ ও বেসরকারী খাতে কার্যক্রমের পথ প্রশস্ত করবে।

ল্লেখ্য, গেলো সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।  

এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরিয়া #নিষেধাজ্ঞা #যুক্তরাষ্ট্র