আন্তর্জাতিক

ইইউকে ৫০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব পণ্যের ওপর ৫০ শতাংশ হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি এসব জানান। আগামী ১ জুন থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে। খবর বিবিসি।

ট্রাম্প জানিয়েছেন, ইইউ’র সঙ্গে আলোচনা কোনও অগ্রগতি আনছে না। তাই আমি ১ জুন থেকে সরাসরি ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করছি।

শুধু ইউরোপ নয়, অ্যাপলের আইফোন আমদানিতেও বাড়তি শুল্কের হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, অনেক আগেই অ্যাপলকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া আইফোনগুলো অবশ্যই দেশেই তৈরি হতে হবে। ভারত বা অন্য কোথাও তৈরীকৃত আইফোন যুক্তরাষ্ট্রে বিক্রি করলে অন্তত ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।

এদিকে এই হুমকির পর ইইউ ট্রেড কমিশনার মারোস সেফকভিস বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে তারা অঙ্গীকারবদ্ধ। তবে তার ভিত্তি হবে সম্মানের, হুমকির নয়।

এর আগে তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির ও বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক এর সঙ্গে সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্র সরকারের হিসেবে ইউরোপীয় ইউনিয়ন বছরে ৬০০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে ৩৭০ বিলিয়ন ডলারের পণ্য । ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইইউ #ইউরোপীয় ইউনিয়ন #যুক্তরাষ্ট্র #ট্রাম্প