দিয়াগো ম্যারাডোনার হাত ধরে দুইবার সিরি আ শিরোপা জিতেছিলো নাপোলি। এরপর ৩৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২-২৩ মৌসুমে তৃতীয় শিরোপা জেতে নেপলসের ক্লাবটি।
তবে চতুর্থ শিরোপা জয়ে জন্য এতোদিন অপেক্ষা করতে হলো না ম্যারাডোনার স্মৃতি বিজড়িত ক্লাবটিকে। এক মৌসুম বিরতি দিয়েই সিরি আ শিরোপা ঘরে তুললো নাপোলি।
অন্যদিকে টানা দ্বিতীয় শিরোপা জিততে ব্যর্থ হলো ইন্টার মিলান।
মৌসুমের শেষ দিনে লিগ জয়ের সম্ভাবনা নিয়ে মাঠে নেমেছিলো ইন্টার মিলান ও নাপোলি। তবে ১ পয়েন্ট এগিয়ে থাকায় লাগামটা ছিলো নাপোলির হাতে।
শুক্রবার রাতে কোমোর বিপক্ষে ২–০ গোলে জয় পায় ইন্টার। নেপলসের ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে কালিয়ারির বিপক্ষে নাপোলিও জেতে ২–০ গোলে। ফলে মৌসুমের ৩৮ ম্যাচ শেষে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকে নাপোলি। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয় ইন্টারকে।