দেশজুড়ে

ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

বায়ান্ন প্রতিবেদন

প্রতীকী

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সরফভাটা ইউনিয়নের মধ্যম ভূমিরখীল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম মোহাম্মদ আনাস (৭) ও  ইয়াছিন আরফাত (৫)। 

মৃতরা হলেন, ওই গ্রামের মোহাম্মদ ইলিয়াসের ছেলে মোহাম্মদ আনাস ও মো. ফোরকানের ছেলে ইয়াছিন আরফাত । তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় ইউপি সদস্য মো. দিদারুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ৩টা ৩০ মিনিট থেকে দুই শিশুর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।  এরপর রাত সাড়ে ৭টার দিকে তাদের মরদেহ বাড়ির পাশের শুকনো ডোবায় পাওয়া যায়। 

স্থানীয়দের ধারণা, আম পাড়ার জন্য শিশু দুটি সেখানে গিয়েছিল এবং দুর্ঘটনাবশত ডোবায় পড়ে গিয়ে প্রাণ হারিয়েছে।  

দিদারুল আরও বলেন, এটি একটি পরিত্যক্ত ডোবা। যা মাটি ভরাটের উদ্দেশ্যে খনন করা হয়েছিল।  ডোবাটির পাশেই একটি আম গাছ রয়েছে এবং কয়েকদিনের বৃষ্টির কারণে ডোবাটি পানিতে পূর্ণ হয়ে গিয়েছিল।   

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম #দুই চাচাতো ভাইয়ের মরদেহ