আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যে একটি খসড়া চুক্তি সম্পন্ন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও হামাসের প্রতিনিধিদের উপস্থিতিতে কাতারের দোহায় এই চুক্তি সম্পাদন হয়েছে।

সোমবার বিভিন্ন সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্টিভ উইটকফ খসড়া চুক্তিটি ইতোমধ্যে ইসরাইলের কাছে পাঠিয়েছে। তেল আবিবের জবাবের অপেক্ষায় আছেন তিনি।

খসড়া চুক্তিতে ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এছাড়া ১০ ইসরাইলি বন্দির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়া হবে। যুদ্ধবিরতির শুরুতে ৫ জন ইসরাইলি বন্দিদের মুক্তি দেয়া হবে। আর ৬০তম দিনে মুক্তি পাবে আরও ৫ ইসরাইলি বন্দি। পাশাপাশি চুক্তির প্রথম দিন থেকে গাজায় শর্তহীনভাবে ত্রাণ প্রবেশ করবে। 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #যুদ্ধবিরতি