দেশজুড়ে

গরু ও শাড়িসহ দেড় কোটি টাকার মালামাল আটক করলো বিজিবি

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৬ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারতীয় শাড়ি ভর্তি একটি পিকআপ ও মালিকবিহীন ১২টি গরু আটক করা হয়। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

জেলা প্রশাসন ও বিজিবির যৌথ টাস্কফোর্স এ অভিযানে সুনামগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং ২৮ বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম নেতৃত্ব দেন।

 সুনামগঞ্জ শহরের ওয়েজখালী ব্রিজের কাছে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানটিকে থামানো হয়। এতে ১,০৩৪টি ভারতীয় শাড়ি পাওয়া যায়। যার অনুমানিক বাজারমূল্য এক কোটি ১১ লাখ ৬৪ হাজার টাকা। পণ্যগুলো মালিকবিহীন অবস্থায় থাকায় তা জব্দ করা হয়।

এছাড়া দোয়ারাবাজার উপজেলাধীন বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায়  সীমান্ত সংলগ্ন এলাকা থেকে ২টি ভারতীয় গরু আটক করে বিজিবি, যার আনুমানিক মূল্য ৩ লক্ষ-টাকা। 

এছাড়া আগের রাতে জেলার দোয়ারাবাজার উপজেলার  বোগলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায়  বাগানবাড়ী বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২২৮/এমপি হতে আনুমানিক ৩০০ গজ  অভ্যন্তরে দক্ষিণ ইদুকোনা নামক স্থান হতে ১০টি ভারতীয় গরু আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৫,লক্ষ৫৪ হাজার-টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.কে.এম. জাকারিয়া কাদির জানান, আসন্ন ঈদ উপলক্ষে চোরাচালান বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় বিজিবির অভিযান এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। আটককৃত পণ্যসমূহ শুল্ক বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসকে// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সুনামগঞ্জ #চোরাচালান