দেশজুড়ে

নদীর চরে শিকলবাঁধা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

খুলনার কয়রার ইসলামপুরে কয়রা নদীর চরে একটি বাঁশের খুঁটির সঙ্গে শিকল দিয়ে গলায় প্যাঁচানো অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে চাঁদ আলী ব্রিজসংলগ্ন চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম আবদুল মজিদ (৬২)। তিনি আমাদী ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শী মফিজুল ইসলাম বলেছেন, লাশটি কাদামাটিতে কাত হয়ে পড়ে ছিল।  শিকলের সঙ্গে একটি তালাও লাগানো ছিল। নিহতের ছেলে সাইদুল ইসলাম জানিয়েছেন, গতকাল সন্ধ্যার পর থেকে  তার বাবা নিখোঁজ ছিলেন। আজ মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে বাবার মরদেহের খোঁজ জানতে পারেন।  

কয়রা থানার ওসি এমদাদুল জানিয়েছেন, নিহত মজিদের মানসিক সমস্যা ছিলো। মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।   

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #খুলনার কয়রা #শিকল দিয়ে গলায় প্যাঁচানো #এক বৃদ্ধের মরদেহ উদ্ধার