বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত বিখ্যাত সিনেমা ১৯৯৮ সালে ‘হঠাৎ বৃষ্টি’ মুক্তি পাওয়ার পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। টিভিতে প্রচারের পর দর্শকদের ভালোবাসায় সিনেমাটি পরবর্তীতে প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হয়। দীর্ঘ দুই যুগ পর সেই জনপ্রিয় সিনেমাটি নতুনভাবে নির্মিত হচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামে।
নতুন এই সিনেমার প্রযোজনায় রয়েছে বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। সোমবার (২৬ মে) ঢাকার উত্তরার আনন্দবাড়িতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির মহরত।
পরিচালকের দায়িত্বে আছেন কামরুজ্জামান, আর উপদেষ্টা পরিচালক হিসেবে থাকছেন অভিজ্ঞ নির্মাতা ছটকু আহমেদ।
নির্মাতা জানিয়েছেন, মূল দুটি চরিত্রে অভিনয় করছেন নবাগত সাদী খান (অজিত চরিত্রে) এবং রাফিদা (দীপা চরিত্রে)। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, কায়েস আরজুসহ আরও অনেকে। শুটিং শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন জায়গায় হবে।
পরিচালক কামরুজ্জামান বলেন, ‘হঠাৎ বৃষ্টি’ শুধু একটি সিনেমা নয়, অনেকের স্মৃতির অংশ। সেই জনপ্রিয় সিনেমাটি নতুনভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। কাজটি চ্যালেঞ্জিং হলেও আমরা সবার সহযোগিতায় ভালো কিছু উপহার দিতে চাই। আপাতত বিস্তারিত কিছু বলছি না, সময় হলে সব জানানো হবে।
প্রসঙ্গত, ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল চিত্রনায়ক ফেরদৌস আহমেদের। সিনেমাটি দিয়েই তিনি ব্যাপক জনপ্রিয়তা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার বিপরীতে ছিলেন ভারতের অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী তার অভিনয় দিয়ে দর্শকদের হৃদয় জয় করেছিলেন। সেই সিনেমার সংগীত পরিচালনা করেছিলেন জনপ্রিয় গায়ক নচিকেতা। যার গান আজও মানুষের মুখে মুখে।
এসকে//