আন্তর্জাতিক

ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ৮ শতাধিক বিচারক, আইনজীবীর চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় গণহত্যা চালানোর দায়ে ইসরাইলের সরকার ও দেশটির মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন ৮ শতাধিক আইনজীবী, শিক্ষাবিদ ও সাবেক বিচারকরা।  

এক খোলা চিঠিতে এই আহ্বান জানান তারা। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গাজায় নির্বিচারে গণহত্যা চলছে। এর পাশাপাশি যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হচ্ছে।

গাজায় ফিলিস্তিনি জনগণের বিনাশ ঠেকাতে স্টারমারের প্রতি জরুরী ও কার্যকর পদক্ষেপ নিতে চিঠিতে আহ্বান জানানো হয়।  

 

এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #ইসরাইল #বিচারক #আইনজীবী