বিনোদন

শাকিরার ‘কামব্যাক’

বিনোদন ডেস্ক

বিশ্বের মঞ্চে লাতিন পপের কিংবদন্তি শাকিরা, যার স্বর হৃদয় ছুঁয়ে যায় কোটি কোটি ভক্তের। তার সুরেলা কণ্ঠ ও মনোমুগ্ধকর নাচ বিশ্বজুড়ে আনন্দের ঝড় তোলে। সম্প্রতি কানাডার কুইবেকের মন্ট্রিয়লের বিখ্যাত বেল সেন্টারে অনুষ্ঠিত এক জাদুকরী সন্ধ্যায়, শাকিরা গাইছিলেন তার বিখ্যাত হিট গান ‘হোয়েনএভার, হয়ারএভার’। সেই মুহূর্তে আচমকা মঞ্চে পড়ে গেলেও, তার অসাধারণ পেশাদারিত্বের কাছে হার মানলো না কোনো অসুবিধাই।

তার সহসা পড়ে যাওয়ার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দ্রুত উঠে দাঁড়িয়ে, আবারও প্রাণবন্ত গানের ছন্দে মঞ্চ মাতিয়ে তোলেন তিনি। এই দৃশ্য দেখে ভক্তরা আনন্দের সঙ্গে তার প্রত্যাবর্তনকে অভিবাদন জানিয়েছেন, আর কেউ কেউ শাকিরার সুস্থতা কামনা করেছেন।

এই কনসার্ট ট্যুরটি শুরু হয়েছিল গত ১১ ফেব্রুয়ারি ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে। এরপর হিউস্টন, সান দিয়েগো, বোস্টন, টরন্টো, মায়ামিসহ বিশ্বজুড়ে নানা শহরে শাকিরার কণ্ঠস্বর গর্জন করেছে। এবার কানাডার মন্ট্রিয়লে সেই জাদুকরী মুহূর্তের সাক্ষী হয় দর্শকরা, যারা শাকিরার সঙ্গীতে মুগ্ধ হয়েছেন একেবারে নতুন করে।

সূত্র: পিপলডটকম

 

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পপতারকা শাকিরা