জাতীয়

প্রধান উপদেষ্টা ফেরার পরই সচিবালয়ের সংকট নিরসনে সিদ্ধান্ত: ভূমি সচিব

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর প্রত্যাহারের দাবিতে কর্মচারী-কর্মকর্তাদের আন্দোলনে সচিবালয়ে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। এ সংকট নিরসনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ জানিয়েছেন, জাপান সফর শেষে ড. ইউনূস দেশে ফিরলেই সমস্যার সমাধান হতে পারে।

বুধবার (২৮ মে) সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ জারি নিয়ে উদ্ভূত সংকটের সমাধানে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে এ বিষয়ে গঠিত সাত সদস্যের সচিব কমিটির বৈঠক হয়েছে।

তিনি আরও বলেন, আন্দোলনরত সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ। চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরেই এ বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করেই আন্দোলন বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। 

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধান উপদেষ্টা #সচিবালয় #সরকারি চাকরি