দেশজুড়ে

লঘুচাপের পরশে পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পায়রা বন্দরে সতর্ক নিশান

পটুয়াখালী প্রতিনিধি

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর আর তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের ছোঁয়ায় পটুয়াখালীর আকাশ ঢেকে গেছে মেঘে। গত দুই দিন ধরে থেমে থেমে ঝরছে মাঝারি বৃষ্টি।

বুধবার (২৮ মে) ভোররাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চারদিক যেন আড়ষ্ট হয়ে পড়েছে। যদিও বাতাসের চাপ এখনো তেমন বাড়েনি, তবুও অমাবস্যার জোয়ারে নদীর পানি ফুলে ওঠায় কুয়াকাটা উপকূলে উত্তাল ঢেউ আছড়ে পড়ছে। লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করতে পারে এবং উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গী হয়ে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমুদ্রে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকায় এখন কোনো জেলে সাগরে নেই। নদীর মোহনায় অবস্থান করা জেলেরা নিরাপদ আশ্রয়ে ফিরে গেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #পটুয়াখালী #বৃষ্টি