আন্তর্জাতিক

ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মাস্কের

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বখ্যাত ধনকুবের ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যয় সংকোচন নীতির কার্যক্রম শেষ হয়ে আসছে। ফলে, প্রশাসনের সাথে যুক্ত তার সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার পর, মাস্ককে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। 

মাস্ককে বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, যার আওতায় তিনি বছরে ১৩০ দিন সরকারি কাজে নিয়োজিত থাকবেন। তবে, এখন তার দায়িত্ব পালনের মেয়াদ শেষ হতে চলেছে, এবং আসছে মে মাসেই তার সরকারি কাজের মেয়াদ সমাপ্ত হবে।

এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে মাস্ক জানিয়েছেন, ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, ব্যয় সংকোচন সংস্থা রাষ্ট্রের আরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।’ 

তিনি আরও বলেন, ‘এখন আমার সময় শেষ। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তিনি আমাকে এই দায়িত্ব দিতে রাজি হয়েছিলেন।’

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইলম মাস্ক #মার্কিন প্রেসিডেন্ট #ট্রাম্প #টেসলা #স্টারলিংক