অর্থনীতি

আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ সব জুয়েলারি প্রতিষ্ঠান

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহসভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ মে) থেকে সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৮ মে) বাজুসের পক্ষ থেকে রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহসভাপতি মো. রিপনুল হাসানকে ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলায়’ গ্রেপ্তার করার ঘটনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।  সংগঠনটি তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। এই ঘটনায় প্রতিবাদ হিসেবে আজ থেকে দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গেল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর তাঁতিবাজারে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আইন-শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে।

বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ অন্যান্য নেতারা সহসভাপতি রিপনুল হাসানকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।  বাজুসের কেন্দ্রীয় নেতারা এই গ্রেপ্তারের ঘটনাকে নিন্দনীয় বলে অভিহিত করেছেন। 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাজুস #অনির্দিষ্টকালের জন্য বন্ধ