আবহাওয়া

দুপুরে বেজে উঠবে ঝড়ের সুর, ৮০ কিমি বেগে কাঁপবে ছয় জেলা

বায়ান্ন প্রতিবেদন

মেঘের মিছিল যেন গোপনে ছড়িয়ে দিয়েছে ঝড়ের গান, বাতাসে বেজে উঠেছে তীব্রতার সুর। দেশের আকাশে ঘন হতে শুরু করেছে অস্থিরতার ছায়া, যেখানে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার ঝঙ্কার বয়ে আসছে। বৃহস্পতিবার (২৯ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত সময়ে নদীর ধারে ধেয়ে আসছে এই সতর্কতার বাতাস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি এবং বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ছয়টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

দেশের অন্যান্য অঞ্চলেও দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বা দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় ১ নম্বর সতর্কসংকেত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির কারণে নদীপথে চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই নৌযান চালক ও যাত্রীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, হঠাৎ ঝড়ের তীব্রতা ও দিক পরিবর্তনের সম্ভাবনা থাকায় নিয়মিত সতর্কতা মেনে চলা আবশ্যক। উপকূলীয় ও নদী এলাকার মানুষকে আবহাওয়ার খবর নিয়মিত পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। নিরাপদ যাত্রা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঝড় #আবহাওয়া