জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৯ মে) সিলেট সেনানিবাসে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং নীল-সাদা রঙের বেলুন মেলে শোভাযাত্রা ও আলোচনার মাধ্যমে উদযাপন করা হয়েছে।
সিলেট এরিয়া ও ১৭ পদাতিক ডিভিশনের আয়োজনে সকাল থেকেই সিলেট সেনানিবাসে উপস্থিত হন সাবেক ও বর্তমান সেনা সদস্য, বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এবং স্থানীয় শিক্ষার্থীরা।
দিবসটির শুভ উদ্বোধন করেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান। অতিথিরা পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন।
এরপর আলোচনাসভায় ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশের ১৬৮ জন সদস্য তাদের জীবন উৎসর্গ করেছেন। আন্তর্জাতিক পরিসরে তাদের আত্মত্যাগ এবং সাহসিকতার জন্য বিশ্ব শান্তিরক্ষা বাহিনী প্রশংসিত।
এসকে//